All Menu

শিবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে মঙ্গলবার বিকালে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলামের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এখলাসুর রহমান পলাশসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন, আদিনা কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আনিন নাইম, সাবেক সদস্য সচিব রাইহান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অসীম আলী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন ডাবলু ও আদিনা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top