All Menu

তেঁতুলিয়ায় কম দামে চা পাতা ক্রয় করায় দুই কারখানাকে জরিমানা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটি কর্তৃক সর্বশেষ ধার্যকৃত মূল্যের চেয়ে কম মূল্যে কৃষকদের নিকট থেকে চা পাতা ক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণ করায় দায়ে দুই চা কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। রোববার (৩১ জুলাই) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ফাবিহা টি কোম্পানি ও গ্রিন কেয়ার এগ্রো লিমিটেডকে মোট ৩৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। সূত্রে জানা যায়, প্রতিদিনের অভিযানের অংশ হিসাবে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ফাবিহা টি কোম্পানি ও গ্রিন কেয়ার এগ্রো লিমিটেড চা কারখানায় অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। পরে অভিযান চলাকালীন সময়ে কৃষকদের কাছে কম দামে চা পাতা ক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ফাবিহা টি কোম্পানিকে ২০ হাজার টাকা ও গ্রিন কেয়ার এগ্রো লিমিটেডকে ১৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন,তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ স্থানীয়রা।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top